চলচ্চিত্রের শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় শিল্পী ও কলাকুশলীদের সৃজনশীলতা ও অভিনয় শৈলীর স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ ঘোষণা করেছে সরকার। 

প্রতি বছর এই পুরস্কারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয় দুজন শিল্পীকে। এবারও দু'জন পাচ্ছেন এই স্বীকৃতি।

মঙ্গলবার সরকার ঘোষিত তালিকা অনুযায়ী, এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।

বাংলাদেশের চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য এই সম্মাননা পাচ্ছেন তারা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে ২০০৯ সাল থেকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। প্রথমবার সম্মানিত হন অভিনেত্রী সুলতানা জামান।

অভিনেতা আনোয়ার হোসেন এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজয়ী। ৭৮ বছর বয়সে এই পুরস্কারে সম্মানিত হন তিনি।