শোবিজে ২০ বছরের ক্যারিয়ারে নির্মাতা চয়নিকা চৌধুরী চারশতাধিক নাটক নির্মাণ করেছেন। সেই চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র 'বিশ্বসুন্দরী'। তার নির্মিত প্রথম ছবিই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’এর সেরা ছবি হিসেবে পুরস্কার পাচ্ছে। পাশাপাশি ছবিটির  অভিনেতা মো. সিয়াম আহমেদ পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে ফজলুর রহমান বাবু পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার। 

নিজের প্রথম ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবির পুরস্কারপ্রাপ্তির খবরের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় চয়নিকা চৌধুরী বলেন, 'প্রথম ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। এটা আমাদের সবার জন্যই আনন্দের খবর। তবে আমি আরও খুশি হতাম যদি এই ছবির চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান যদি শ্রেষ্ট গল্প ও চিত্রনাট্যকারের পুরস্কারটি পেতেন। কারণ গল্পের জন্যই ছবিটি সেরার পুরস্কার পাচ্ছে।  দারুণ একটি গল্প ও চিত্রনাট্য করেছেন সে। তার পুরস্কার পেলে আরও বেশি খুশি হতাম।'

‘বিশ্বসুন্দরী’ ছবির জন্য প্রয়াত নৃত্যপরিচালক মো. সহিদুর রহমানও পুরস্কার পাচ্ছেন। কিন্তু তার এই সম্মাননা তিনি দেখে যেতে না পারায় আক্ষেপ করলেন চয়নিয়কা চৌধুরী। সহিদুর রহমানকে স্মরণ করে তিনি বলেন,  আজ সহিদুর জানতে পারলে অনেক খুশি হতেন। নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন তিনি।  যেখানেই থাকুক ভালো থাকুক সে।'

নির্মাতা চয়নিকার সঙ্গে  প্রয়াত নৃত্যপরিচালক সহিদুর রহমান

এবার চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য ২৯ জন পাচ্ছেন এ পুরস্কার। অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে এ বছর দেওয়া হবে আজীবন সম্মাননা পুরস্কার। 

 এবারের ২০২০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিশ্বসুন্দরী ছাড়াও সেরা ছবির পুরস্কার পাচ্ছে  সরকারি অনুদানপ্রাপ্ত ‘গোর’  ‘গোর’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন গাজী রাকায়েত হোসেন ও ফরিদুর রেজা সাগর। ‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। 

‘গোর’ সিনেমার পরিচালক রাকায়েত পাচ্ছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার, একই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনিকার ও চিত্রনাট্যকার হিসেবেও পুরস্কার পাচ্ছে।