- বিনোদন
- স্বীকৃতি বাবাকে উৎসর্গ করলেন ইমরান ও কোনাল
স্বীকৃতি বাবাকে উৎসর্গ করলেন ইমরান ও কোনাল

চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২০ সালের সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। এতে শ্রেষ্ঠ ছবি ‘বিশ্বসুন্দরী’র গানের জন্য গায়ক ও সংগীত পরিচালক বিভাগে দুটি পুরস্কার জিতে নেন ইমরান মাহমুদুল।
অন্যদিকে ‘বীর’ সিনেমায় ‘ভালোবাসার মানুষ তুমি’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা বিভাগে পুরস্কার পেয়েছেন শিল্পী সোমনুর মনির কোনাল। তার সঙ্গে যৌথভাবে এই বিভাগে ‘বিশ্বসুন্দরী’ ছবির ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন দিলশাদ নাহার কনাও।
পুরস্কারপ্রাপ্তির খবরের পর ইমরান ও কনা এই পুরস্কার তাদের বাবাকে উৎসর্গের কথা জানিয়েছেন।
ইমরান বলেন, বললেন, ‘ এমন একটি অর্জনের জন্য প্রথমেই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। পুরস্কার পাওয়ার পর মুহূর্তে বাবাকে খুব মনে পড়ছে। তাকে আমার পুরস্কারটা উৎসর্গ করছি।'
কোনাল বলেন, এই মুহুর্তে বাবাকে মনে পড়ছে। আমি যখন মধ্যপ্রাচ্যে গান শিখি, আব্বা মরুভূমিতে গরমে দাঁড়িয়ে থাকতেন,টিচারের বাসায় যখন যেতাম। আব্বার কথা খুব মনে পড়ছে,এটা আমার জন্য আব্বার খুব বড় সেক্রিফাইস। দুটো বছর আগে হলে হয়তো আব্বা যেত আমার সাথে এই পুরস্কার গ্রহণ করতে। আমি পুরস্কারটি আমার বাবাকে উৎসর্গ করলাম।’
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যারা পাচ্ছেন—
শ্রেষ্ঠ চলচ্চিত্র- যৌথভাবে
১. গোর (গাজী রাকায়েত, ফরিদুর রেজা সাগর)
২. বিশ্বসুন্দরী (অঞ্জন চৌধুরী পিন্টু)
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- আড়ং
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র- বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- গাজী রাকায়েত হোসেন (গোর)
শ্রেষ্ঠ অভিনেতা- সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ অভিনেত্রী- দীপান্বিতা মার্টিন (গোর)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা- ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী- অপর্ণা ঘোষ (গণ্ডি)
শ্রেষ্ঠ খল অভিনেতা- মিশা সওদাগর (বীর)
শ্রেষ্ঠ শিশুশিল্পী- মুগ্ধতা মোর্শেদ হৃদ্ধি (গণ্ডি)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- শাহাদৎ হাসান বাঁধন (আড়ং)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক- বেলাল খান (হৃদয় জুড়ে)
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক- প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ গায়ক- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ গায়িকা- যৌথভাবে
১. দিলশাদ নাহার কণা (বিশ্বসুন্দরী)
২. সোমনুর মনির কোনাল (বীর)
শ্রেষ্ঠ গীতিকার- কবির বকুল (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ সুরকার- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ কাহিনিকার- গাজী রাকায়েত (গোর)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- গাজী রাকায়েত (গোর)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি)
শ্রেষ্ঠ সম্পাদক- শরিফুল ইসলাম (গোর)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- যৌথভাবে
১. পঙ্কজ পালিত (গোর)
২. মাহবুব নিয়াজ (গোর)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক- কাজী সেলিম আহমেদ (গোর)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- এনাম তারা বেগম (গোর)
শ্রেষ্ঠ মেকআপম্যান- মোহাম্মদ আলী বাবুল (গোর)।
মন্তব্য করুন