অভিনেত্রী রাশ্মিকা মান্দানার দিকে এবার নজর পড়েছে বলিউড নির্মাতাদের। অনিন্দ্য অভিনয় দিয়ে রশ্মিকা অনেক আগেই দক্ষিণ ভারতের দর্শকের মন জয় করেছেন। 'পুষ্পা' ছবির অভাবনীয় সাফল্যের পর, এখন ভারতজুড়েই চলছে তার বন্দনা।

এর মধ্যে ভারতের 'জাতীয় ক্রাশ' খেতাবও পেয়ে গেছেন এই অভিনেত্রী। তাই বলিউডে অভিষেক ছিল শুধু সময়ের ব্যাপার। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, নির্মাতা করণ জোহরের ছবি দিয়ে রাশ্মিকার বলিউডে অভিষেক হওয়ার গুঞ্জন শোনা গেলেও, আদৌ তা হচ্ছে না। কারণ, প্রযোজক রনি স্টূ্ক্রওয়ালা এরই মধ্যে তার নতুন ছবি 'মিশন মজনু'র জন্য রাশ্মিকাকে চুক্তিবদ্ধ করে ফেলেছেন।

এই ছবিতে রাশ্মিকার বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। সম্প্রতি 'মিশন মজনু' ছবির ফার্স্টলুকও প্রকাশ করা হয়েছে। যদিও ছবির প্রথম পোস্টারে বন্দুক হাতে দাঁড়ানো সিদ্ধার্থকেই তুলে ধরা হয়েছে। তবে পোস্টারে রশ্মিকা না থাকলেও ছবিতে অবসি সিং নামের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন- তা নিশ্চিত করেছেন প্রযোজক নিজেই।