- বিনোদন
- গান রিমেক করে সময় নষ্ট করতে চাই না: আঁখি
গান রিমেক করে সময় নষ্ট করতে চাই না: আঁখি

আঁখি আলমগীর
আঁখি আলমগীর। তারকা কণ্ঠশিল্পী। স্টেজ শোর পাশাপাশি তিনি এখন ব্যস্ত আছেন নতুন গানের আয়োজন নিয়ে। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে
আজকাল যখনই আপনাকে ফোন করা হয়- একটা কথাই শুনতে হয়, গাড়িতে আছি। কোথায় এত ছোটাছুটি করছেন?
কোথায় যাচ্ছি জিজ্ঞেস না করে, আরও কোথায় কোথায় যাব জিজ্ঞেস করলেই ভালো হয়। কনসার্ট শুরুর পর এই যে সফর শুরু হয়েছে, তা থামছেই না। প্রতিদিনই শোর জন্য কোথাও না কোথাও ছুটতে হচ্ছে।
একের পর এক শো করছেন, কখনও ক্লান্ত মনে হয় না?
যত ব্যস্তই থাকি, কখনও নিজেকে ক্লান্ত মনে হয় না। কাজ না থাকলেই বরং মনে এক ধরনের শূন্যতা চেপে বসে। বাসায় থাকলেও কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। এ জন্যই আমার দুই মেয়ে আমাকে সুপারমাম বলে। ওদের চোখে সিনেমার সুপারাহিরো-হিরোইনদের মতো আমিও পাওয়ারফুল।
এর মধ্যে নতুন কোনো গান রেকর্ড করেছেন?
নতুন গানের আয়োজন নিয়ে অনেকদিন থেকেই ভাবছি। গীতিকার, সুরকারদের সঙ্গে কথা বলেছি। কিন্তু স্টেজ শোর ব্যস্ততার জন্য কোনো গান রেকর্ড করা হয়নি।
বেশ কিছুদিন ধরে শিল্পী, সংগীতায়োজকদের মধ্যে জনপ্রিয় গান রিমেক করার প্রবণতা দেখা যাচ্ছে। আপনার কোনো গান রিমেক পরিকল্পনা আছে?
জনপ্রিয় গান রিমেক করে সময় নষ্ট করতে চাই না। তার চেয়ে নতুন গান তৈরির পেছনেই সময় দিতে চাই। যে গান জনপ্রিয়তা পেয়েছে, তার কথা, সুর, সংগীত কিংবা গায়কি শ্রোতার ভালো লেগেছে বলেই তারা বারবার শুনতে চান। কিন্তু সে কারণে জনপ্রিয় গান রিমেক করেই প্রকাশ করতে হবে- এর কোনো মানে নেই।
অডিও ক্যাসেটের যুগে আপনার অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। গান শোনার মাধ্যম বদলে যাওয়ায় অনেক গানই শোনার সুযোগ হচ্ছে না। এ নিয়ে কিছু ভাবছেন?
এ নিয়ে আগে কখনও ভাবিনি। এখন যেহেতু নিজের ইউটিউব চ্যানেলে আছে, তাই ক্যাসেটের যুগের জনপ্রিয় গানের প্রকাশনা নিয়ে ভাবা যেতে পারে।
মন্তব্য করুন