- বিনোদন
- আজ থেকে 'ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর'
আজ থেকে 'ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর'

'ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর' নাটকের দৃশ্য
নগরীতে বসবাসরত ব্যাচেলরদের জীবনযাপন নিয়ে নির্মিত ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট' গত তিন সিজনেই দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। আজ বাংলাভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট-সিজন ফোর'। কমেডি ঘরানার এই নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এটি প্রচার হবে প্রতি সপ্তাহের শুক্র, শনি ও রোববার রাত ৮টা ২৫ মিনিটে। এ ছাড়া এটি অনলাইনে দেখা যাবে ধ্রুব টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, শরাফ আহমেদ জীবন, আশুতোষ সুজন, সুমন পাটোয়ারী, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, তামিম মৃধা, পাভেল, শিমুলসহ অনেকে। এই নাটক প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন 'ব্যাচেল পয়েন্ট' সেরকমই একটি নাটক। 'ব্যাচেলর পয়েন্ট-সিজন ফোর' আগের সফল তিন সিজনের মতোই দর্শকের মন ভরাবে।
সম্প্রতি রাজধানীর গুলশানের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাটকটির চতুর্থ সিজন প্রচার শুরুর ঘোষণা দেওয়া হয়। এ সময় আকিজ ভেঞ্চার গ্রুপের এমডি ও সিইও সৈয়দ আলমগীর, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব বিজনেস মো. আতিকুর রহমান, ব্র্যান্ড মার্কেটিং এজিএম মো. আশফাকুর রহমান, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সিইও বিএম কামাল হোসেনসহ নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন