- বিনোদন
- যুক্তরাষ্ট্রে পুরস্কৃত নুহাশ হুমায়ূনের 'মশারি'
যুক্তরাষ্ট্রে পুরস্কৃত নুহাশ হুমায়ূনের 'মশারি'

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'মশারি'তে সুনেরাহ্ বিনতে কামাল
এক রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনশূন্য হয়ে যাচ্ছে। সবশেষ দু'জন বেঁচে আছেন। তারা বুঝতে পারেন, রক্তপিপাসু এই পোকা থেকে তদের বাঁচাতে পারে কেবল মশারি! এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'মশারি'। এটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। গত ১৬ মার্চ ছবিটি পুরস্কৃত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাউথ বাই সাউথ-ওয়েস্ট [এসএক্সএসডব্লিউ] আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি নাইরা অনোরা সাঈফ। তিনি শীলা আহমেদের কন্যা। এ ছাড়াও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুনেরাহ্ বিনতে কামাল।
জানা গেছে, গত ১৩ মার্চ উৎসবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। এ উৎসবে জুরি পুরস্কার মিডনাইট শর্ট হিসেবে মনোনীত হয়েছে সিনেমাটি। গত বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত উৎসবে এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নুহাশ হুমায়ূন। তিনি বলেন, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে দাঁড়িয়ে দুই বোনের বেঁচে থাকার লড়াইয়ের পটভূমিতে নির্মিত হয়েছে 'মশারি'। নুহাশ আরও বলেন, "২০১৯ সালে ছবির কাজ শেষ করেছিলাম। আদিভৌতিক এই গল্পটি নিয়ে সিনেমা নির্মাণ করা হয়েছিল বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য। সে অনুযায়ী ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে এসএক্সএসডব্লিউ চলচ্চিত্র উৎসবে। ছবিটি আমার জন্য বিশেষ এই কারণে যে, এখানে আমার প্রিয় ভাগনি অভিনয় করেছেন। খুব শিগগিরই দেশের দর্শকরাও 'মশারি' দেখতে পারবেন।"
জানা গেছে, গত ১৩ মার্চ উৎসবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। এ উৎসবে জুরি পুরস্কার মিডনাইট শর্ট হিসেবে মনোনীত হয়েছে সিনেমাটি। গত বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত উৎসবে এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নুহাশ হুমায়ূন। তিনি বলেন, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে দাঁড়িয়ে দুই বোনের বেঁচে থাকার লড়াইয়ের পটভূমিতে নির্মিত হয়েছে 'মশারি'। নুহাশ আরও বলেন, "২০১৯ সালে ছবির কাজ শেষ করেছিলাম। আদিভৌতিক এই গল্পটি নিয়ে সিনেমা নির্মাণ করা হয়েছিল বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য। সে অনুযায়ী ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে এসএক্সএসডব্লিউ চলচ্চিত্র উৎসবে। ছবিটি আমার জন্য বিশেষ এই কারণে যে, এখানে আমার প্রিয় ভাগনি অভিনয় করেছেন। খুব শিগগিরই দেশের দর্শকরাও 'মশারি' দেখতে পারবেন।"
মন্তব্য করুন