আপাতত ঘর-সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দ্বিতীয় ছেলে জাহাঙ্গীরের জন্মের পর সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী। এরই মধ্যে কারিনা ভারতীয় একাধিক গণমাধ্যমে জানিয়েছিলেন, ভালো চিত্রনাট্যের জন্য মুখিয়ে রয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার কারণে সম্প্রতি হাতছাড়া করেছেন 'সীতা' ছবিও। তাই এবার আর ঝুঁকি নেননি। সুজয় ঘোষের পরিচালনায় নির্মিত এই ছবির চিত্রনাট্য পড়েই কারিনা হ্যাঁ বলতে একটুও দেরি করেননি। কারিনার নতুন এই ওয়েব ছবি নির্মিত হচ্ছে ২০০৫ সালের জাপানি লেখক কেইগো হিগাসিনোর বেস্টসেলার উপন্যাস 'দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স' অবলম্বনে। কারিনা ছাড়াও এই ওয়েব ছবিতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত ও বিজয় বর্মার মতো অভিনয়শিল্পীরা।
২০২০ সালের মার্চে শেষবার কারিনাকে দেখা গিয়েছিল 'আংরেজি মিডিয়াম' ছবিতে। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত 'লাল সিং চাড্ডা'। এরই মধ্যে ওয়েব ছবিতে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি কারিনা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে তিনি বলেন, 'আমার পড়া সেরা প্রেম কাহিনির একটি এটি। এই গল্প নিয়ে ছবি তৈরির সুযোগ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। এই গল্পে সব ধরনের মশলা রয়েছে। বলতে পারি, একটা অসাধারণ জার্নি শুরু হতে চলেছে।' জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ হবে।