বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান তৃতীয়বারের মতো ভারতের ‘ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ জিতলেন। এবারে অতনু ঘোষ পরিচালিত 'বিনিসুতোয়' ছবিতে প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে তিনি এ পুরস্কার পান। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এদিন প্রায় মধ্যরাতে ফিল্মফেয়ার তাদের অফিশিয়াল সাইটে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করে।

এ বছর ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, এবং রুক্সিনী মৈত্রর সঙ্গে।

পুরস্কার পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জয়া বলেন, পর পর তিন বারের জন্য Filmfare পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি আপ্লুত॥ শ্রেষ্ঠ অভিনেত্রীর জনপ্রিয় বিভাগে বিনিসুতোয় ছবির জন্য কৃষ্ণ সুন্দরী হাতে এলেন ধন্যবাদ দর্শক এবং ফিল্মফেয়ার পুরস্কার কর্তৃপক্ষকে, এত ভালোবাসা দেওয়ার জন্য। 

২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিকে উৎসাহ দিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে চারবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।