- বিনোদন
- ভিকির পুরো পরিবার রঙিন করে তুললেন ক্যাটরিনা
ভিকির পুরো পরিবার রঙিন করে তুললেন ক্যাটরিনা

বিয়ের পর প্রথম দোল কাটালেন ক্যাটরিনা কাইফ। তবে শুধু ভিকিকে নিয়ে নয়, ক্যাটে দোল পালন করলেন গোটা শ্বশুরবাড়ির সাথে।
হিন্দুস্তান টাইমসের খবর, জুহুতে যে নতুন ফ্যাট কিনেছেন ভিকি আর ক্যাটরিনা, সেখানেই এসেছিলেন সস্ত্রীক শ্যাম কৌশল ও ভিকির ছোট ভাই সানি কৌশল। আর এদের সাথেই চুটিয়ে মজা করতে দেখা গেল ক্যাটরিনাকে।
সকলেই দোল খেলার জন্য বেছে নিয়েছিলেন সাদা পোশাক। শাশুড়িমা বীনাকে জড়িয়ে ধরে একটা ছবি তুলেছেন ক্যাটরিনা। আরেকটা ছবিতে দেখা গিয়েছে বীনা বৌমার গালে খুব যত্ন নিয়ে আবির লাগাচ্ছেন। গোটা পরিবারের হাসি মুখ বলছে একে-অপরের সঙ্গ তারা কতটা উপভোগ করছেন।
পরিবারের সাথে হোলি উদযাপনের ছবি ভিকি আর ক্যাটরিনা দু'জনেই শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে। আর গোটা পরিবারকে এভাবে একসাথে দেখে মন ভরল ভক্তদেরও।
একজন লিখেছেন, ‘ক্যাটরিনা কী সুন্দর ভিকির পরিবারের সবার সাথে মানিয়ে নিয়েছে। দেখলেও ভালো লাগে।’, আরেকজন লিখেছেন, ‘এই পরিবারের সব সদস্য যেন এরকমই থাকে। কখনও না বদলায়।’ কেউ আবার মনে করছেন, ‘আজকালকার দিনে এরকম ছবি সত্যি বিরল।’
বিয়ের পর প্রথম লোহরির ছবি হোক বা নতুন বছরকে স্বাগত জানানো-- ভিক্যাটের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আজকাল শুধুই ভালোবাসার ছোঁয়া। ক’দিন আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভিকি তাঁর মা বীনা কৌশল আর ক্যাটরিনার একসঙ্গে একটি ছবি দেন নিজের ইনস্টাগ্রামে। যেখানে দেখা গিয়েছিল শাশুড়ির কোলে বসে আছেন ক্যাট। সন্তানস্নেহে বউমাকে আদর করছেন বীনা। সেখানে ক্যাপশন ছিল, আমার শক্তি, আমার পৃথিবী)।
মন্তব্য করুন