- বিনোদন
- চৈতীর রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবিতে সহপাঠীদের মানববন্ধন
চৈতীর রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবিতে সহপাঠীদের মানববন্ধন

ভোলার চরফ্যাশনে শ্বশুরবাড়িতে শাশ্বতী রায় চৈতীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
চৈতী বরিশাল বিএম কলেজের গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। গত ৪ মার্চ ভোরে শ্বশুরবাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।এ ঘটনার পর থেকেই স্বজনরা দাবি করে আসছেন, শ্বশুরপক্ষ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
মানববন্ধনে চৈতীর কলেজের সহপাঠী ছাড়াও চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও চরফ্যাশন সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন। চৈতী ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেরও ছাত্রী ছিলেন।
মানববন্ধনে অংশ নেওয়া সহপাঠীরা জানান, দীর্ঘ ৯ বছর প্রেমের সম্পর্কের পর পারিবারিক সিদ্ধান্তে চরফ্যাশনের মানস মজুমদার শাওনের সঙ্গে চৈতীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার ওপর নেমে আসে মানসিক ও শারীরিক নির্যাতন।
চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, চৈতীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনা ও সহায়তার অভিযোগে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, তারা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন