- বিনোদন
- মুখ থাকতে হাতে কেন, স্মিথকে শ্রীলেখা
মুখ থাকতে হাতে কেন, স্মিথকে শ্রীলেখা

অস্কারমঞ্চে কৌতুকশিল্পী-সঞ্চালক ক্রিস রককে চড় মারার ঘটনায় প্রিয় নায়ক উইল স্মিথের বিরোধিতা করেছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেছেন, নিজের স্ত্রী জাডা পিঙ্কেটের সম্পর্কে খারাপ কথা শুনতে না পেরে উইল প্রতিবাদ জানিয়ে ভাল করেছেন। কিন্তু তা বলে ক্রিসকে চড় না মারলেও হতো। অন্য ভাবেও প্রতিবাদ করা যেত।
নায়িকার কথায়, ‘অনুষ্ঠান চলাকালীন অস্কারের মঞ্চে উঠে সকলের সামনে গায়ে হাত তুলতে পারেন না স্মিথ। তার পরে গালিগালাজ করাটাও দৃষ্টিকটু লাগল আমার।’
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, অস্কারমঞ্চে কৌতুকশিল্পী-সঞ্চালক ক্রিস রককে চড় মারার ঘটনায় দু’ভাগে ভাগ হয়ে গেছে সমগ্র বিশ্ব। টলিউডের তারকাদেরও কেউ স্মিথকে সমর্থন করছেন, কেউ বা ক্রিসকে। তবে প্রিয় নায়ক স্মিথকে সমর্থন করতে পারেননি শ্রীলেখা মিত্র।
তিনি বলেন, ‘কোনো কিছুর বিরোধিতা করার জন্য কারও গায়ে হাত তোলাটা অনুচিত। হিংসাকে কখনওই সমর্থন করব না। ক্রিস তো কেবল রসিকতা করছিলেন। ব্যক্তিগত আক্রমণ করতে চাননি তিনি। তার জন্য এ ভাবে প্রতিবাদ জানানোর কী দরকার ছিল স্মিথের?’
শ্রীলেখার দাবি, নিজের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে মস্করা হজম করতে না পেরে উইল প্রতিবাদ জানিয়ে ভাল করেছেন। কিন্তু তাই বলে ক্রিসকে চড় না মারলেও চলত। অন্য ভাবেও এর প্রতিবাদ করা যেত।
মন্তব্য করুন