- বিনোদন
- বারাণসীতে থামল আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’
বারাণসীতে থামল আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’

ছবি: এনডিটিভি
বারাণসীতে এসে শেষ হলো আলিয়া ভাট-রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রের শুটিং। ২০১৮ সালে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল। আর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবার কোনো চলচ্চিত্রে আলিয়া-রণবীর জুটি বাঁধলেন।
রণবীর সঙ্গে চলচ্চিত্রটির শেষ লটের শুটিংয়ে গিয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন আলিয়া। ছবির পরিচালক অয়ন মুখার্জির সঙ্গেও একটি ছবিও পোস্ট করেছেন আলিয়া। ক্যাপশনে লিখেছেন, আমরা ২০১৮ সালে শুটিং শুরু করেছিলাম। এখন ব্রহ্মাস্ত্রের শুটিং শেষ হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, চলতি বছরের ৯ সেপ্টেম্বর ব্রহ্মাস্ত্র মুক্তি পাবে। এটি একটি ফ্যান্টাসি ট্রিলজি। হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র। জনপ্রিয় নির্মাতা করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন থেকে ছবিটি নির্মাণ করা হয়েছে।
অন্যদিকে ছবির পরিচালক অয়ন মুখার্জিও শুটিং স্পট থেকে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেন, ভগবান শিবের চেতনায় উদ্বুদ্ধ শহর বারাণসী। আর সেই বারাণসীতেই শেষ হয়েছে ব্রহ্মাস্ত্র- পার্ট ওয়ান: শিবা-এর শুটিং।
আলিয়া, রণবীর, নাগার্জুন, অমিতাভ বচ্চন ছাড়াও ব্রহ্মাস্ত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মৌনি রায় ও ডিম্পল কাপাডিয়া।
মন্তব্য করুন