বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ এর পর্দা উ‌ঠল মাইলসের গানের মধ্যদিয়ে। মঙ্গলবার বিকেলে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই কনসার্ট শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে বিকেল ৫টার পর ম‌ঞ্চে আসে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। নিজেদের জন‌প্রিয় গান ‘চাঁদ তারা’ দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা, এর পর তারা গান ‘নীলা’ গানটি। মাইল‌সের পর মঞ্চে আসবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ।

কনসা‌র্টের মূল আকর্ষণ এ আর রহমান ম‌ঞ্চে উঠ‌বেন ৭টার পর।