নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শবনম বুবলী। নাম 'প্রহেলিকা'। এতে তার বিপরীতে দেখা যাবে মাহফুজ আহমেদকে। সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। এর গল্প সম্পর্ক নিয়ে। গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।

এতে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, 'অভিনয়ে অনেক বিরতি ছিল। একটি ভালো কাজ দিয়ে ফিরতে চেয়েছি। গল্পটি অনেক ভালো। চয়নিকা চৌধুরীর সঙ্গে আমার কাজের বোঝাপাড়া চমৎকার। সব মিলিয়ে ভালো একটি সিনেমা হতে যাচ্ছে এটি।'

বুবলী বলেন, 'মাহফুজ আহমেদ আমার খুবই পছন্দের একজন অভিনেতা। তার সঙ্গে জুটি হয়ে কাজ করবো ভেবে ভালো লাগছে। সেই সঙ্গে চয়নিকা দিদির সঙ্গেও কাজ করতে মুখিয়ে আছি।' আগামী ১ জুন শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। এমনটিই জানিয়েছেন নির্মাতা।

এই সিনেমার কাজের মধ্য দিয়ে অনেকদিন পর শুটিংয়ে ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন ২০১৮ সালে 'সাড়ে তিন খানা চিঠি' নামে এক ঘণ্টার নাটকে। এর আগে বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেছেন।