- বিনোদন
- মা হচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স
মা হচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্স
আইনি লড়াইয়ের জিতে বাবার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার আগেই যুক্তরাষ্ট্রের পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স বাগদান সেরেছিলেন দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগারির সঙ্গে। এবার তিনি দিলেন সংসারে নতুন অতিথি আসার খবর।
সোমবার নিজের ইনস্টাগ্রাম পেইজে ভক্তদের ওই সুখবর জানান ব্রিটনি। সেখানে তিনি লিখেছেন, সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই দ্বীপে অবকাশ যাপনের সময় তিনি নিশ্চিত হয়েছেন, মা হতে চলেছেন তিনি। খবর সিএনএনের।
২০২১ সালে সেপ্টেম্বরে আসগারির সঙ্গে আংটি বিনিময় হয় স্পিয়ার্সের। তখনই দুজন জানিয়েছিলেন, সন্তান নিতে চান তারা।
গতবছর নিজের অভিভাবকত্বের বিষয়ে মামলার শুনানির সময় ব্রিটনি স্পিয়ার্স আদালতে নালিশ করেন, তার বাবার নিয়ন্ত্রণের কারণে সন্তান নিতেও বাধা পাচ্ছেন।
মন্তব্য করুন