আগামী ২৫ এপ্রিল শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাত দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজন শেষ হবে ১ মে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী দিন বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করবেন।

শনিবার শিশির মঞ্চে সাংবাদিক বৈঠক করে উৎসবের আয়োজনের দিনক্ষণ জানিয়ে দেয় উৎসব আয়োজন কমিটি জানানো হয়েছে।  আয়োজন কমিটির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ, অরিন্দম শীল, জুন মালিয়া, হরনাথ চক্রবর্তীসহ অনেকেই। 

চলচ্চিত্র উৎসবের এবারের থিম কান্ট্রি ফিনল্যান্ড। উৎসবে থাকছে ফিনল্যান্ডের ছয়টি ছবি। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা স্বপ্ল দৈর্ঘের ছবি এবং সেরা ডকুমেন্টারি ছবির পুরস্কার এবারের উৎসবে দেওয়া হবে । উৎসবে অংশ নিচ্ছে ৪২টি দেশের ১৬১টি ছবি। যার মধ্যে রয়েছে ১০৩টি ফিচার ফিল্ম এবং ৫৮টি স্বল্প দৈর্ঘ্য ছবি।

সত্যজিৎ রায়ের ১৯৭০ সালে নির্মিত ‘অরণ্যের দিনরাত্রি’ দিয়ে ‘অরণ্যের দিনরাত্রি’ দিয়ে শুরু হবে এবারের উৎসব।  সেই সঙ্গে এবছর সত্যজিৎ রায়ের শতবর্ষ পালন করা হবে ফিল্ম ফেস্টিভ্যালে। শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে সত্যজিত রায়, চিদানন্দ দাশগুপ্ত ও হাঙ্গেরিয়ন ফিল্মমেকার মিকলোস ইয়াঞ্চকে।  এছাড়াও সত্যজিতের সঙ্গে যেসব শিল্পীরা কাজ করতেন তাদের একই মঞ্চে এনে সম্মান জানানো হবে। 

কলকাতা চলচ্চিত্র উৎসব এবার পা দিচ্ছে ২৭ বছরে। ১৯৯৫ সাল থেকে আয়োজ করা হয় এই উৎসব। এবারের উৎসবে বাংলাদেশের কোনো ছবি থাকছে না তা জানা যায়নি এখনও।