- বিনোদন
- সংখ্যায় কম হলেও নিয়মিত নাটক করবেন শখ
সংখ্যায় কম হলেও নিয়মিত নাটক করবেন শখ

বেশ কিছুদিন দূরে থাকার পর আবারও অভিনয়ে ফিরলেন মডেল ও অভিনেত্রী শখ। বিরতি ভেঙে অভিনয় করলেন ঈদের জন্য নির্মিত একটি একক নাটকে। নাম 'ফাটাফাটি প্রেম'। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন।
সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে এর শুটিং করা হয়েছে। নাটকে শখের বিপরীতে প্রথমবার দেখা যাবে তরুণ অভিনেতা জাহের আলভীকে। এবারের ঈদ আয়োজনে আরটিভিতে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানান।
অভিনয়ে ফেরা নিয়ে আনিকা কবির শখ বলেন, 'অভিনয়ে ফেরার পর সবাই আমাকে যেভাবে আপন করে নিয়েছে- তা সত্যি কখনও ভুলে যাওয়ার নয়। এতদিন যে অঙ্গনে পা রাখিনি, সেই অঙ্গনের মানুষ আমাকে এখনও মনে রেখেছে, এখনও ভালোবাসা দিয়ে সবরকম সহযোগিতা করে যাচ্ছে- এটা আমার জন্য অন্যরকম পাওয়া। চেনা ভুবনে ফেরা এবং ভালো একটি কাজের মধ্য দিয়ে দর্শকের সামনে আসা সত্যি ভীষণ আনন্দের। বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য যে ধরনের কাজের প্রত্যাশা ছিল, ফাটাফাটি প্রেম তেমনই একটি নাটক। আশা করছি, এর গল্প ও চরিত্রগুলো দর্শকের মনে ছাপ ফেলবে।'
বিয়ে এবং মা হওয়ার কারণে শখ অভিনয় জগৎ থেকে দূরে সরে ছিলেন। মা হওয়ার দু'মাস পর কয়েকটি নাচের আয়োজনে অংশ নিলেও অভিনয় দেখা যায়নি। শখ জানান, নাচ এবং অভিনয় করলেও তা আগের মতো একনাগাড়ে করা সম্ভব নয়। ভালো লাগা ও দর্শকের প্রত্যাশা পূরণের জন্য সংখ্যায় কম হলেও ভালো কিছু কাজ করতে চান।
মন্তব্য করুন