- বিনোদন
- কবরীর মতো শিল্পী আজ খুবই দরকার: রিয়াজ
কবরীর মতো শিল্পী আজ খুবই দরকার: রিয়াজ
আজ ঢাকাই ঢাকা সিনেমার ‘মিষ্টি মেয়ে’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে ‘দুই জীবন’-এর নায়িকা পাড়ি জমান অনন্তলোকে।
নন্দিত এই অভিনেত্রীকে স্মরণ করে রিয়াজ বলেন, 'আজ কবরী আপার মৃত্যুবার্ষিকী। ভাবতে অবাক লাগছে এটা ভেবে, দেখতে দেখতে একটি বছর চলে গেল।'
কবরী আপা সকলশ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় ছিলেন বলে মন্তব্য করেন রিয়াজ। তিনি বলেন, কবরী ছিলেন সকলশ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় অভিনেত্রী। একজন অভিনয়শিল্পী হিসেবে মানুষের হৃদয়ের কাছে যেতে পারা, মানুষের ভালোবাসার পাত্র হতে খুব কম মানুষই পারেন। কবরী আপা তা পেরেছিলেন। তার মধ্যে অনেক ভালো গুণ ছিল, যা অনুকরণীয়। আমাদের সংস্কৃতি অঙ্গনে যে অবস্থা চলছে, তাতে কবরী আপার মতো একজন শিল্পীর আরও কিছুদিন থাকা দরকার ছিল। তার আত্মার শান্তি কামনা করছি।
মন্তব্য করুন