- বিনোদন
- ঈদে আসছে উত্তমের 'ভালোবাসি বলবোই'
ঈদে আসছে উত্তমের 'ভালোবাসি বলবোই'

উত্তমের সঙ্গে ডুয়েটে গেয়েছেন সারেগামাপাখ্যাত গায়িকা বিন্দিয়া
ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী উত্তম। গানটির শিরোনাম ‘ভালোবাসি বলবোই’। গানটিতে উত্তমের সঙ্গে ডুয়েটে গেয়েছেন সারেগামাপাখ্যাত গায়িকা বিন্দিয়া খান।
রোমান্টিক ধারার এই গানটি লিখেছেন গীতিকবি সুস্মিতা দেবনাথ আর সুর করেছেন সুমনা রায়। উত্তম গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনাও করেছেন। গানের মিউজিক ভিডিও নির্দেশনাও দিয়েছেন উত্তম নিজেই।
ইতিমধ্যে গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। ঈদ উপলক্ষে শিল্পীর ইউটিউবে মুক্তি পাবে গানটি।
উত্তম বলেন, গানটি বেশ যত্ন নিয়ে করা। আশা করি গানটি দর্শক শ্রোতাদের ভালা লাগবে।
বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী উত্তম। তার মধ্যে রয়েছে ‘ভালোবাসার ময়না’, ‘আমার চোখের জলে বহে নদী’ অন্যতম। এ ছাড়া এই শিল্পী নিয়মিত কিশোর কুমার, মান্না দেসহ স্বর্ণযুগের শিল্পীদের অমর সৃষ্ট সব গান সামাজিক যোগাযোগমাধ্যমে গেয়ে অনলাইনেও পরিচিতি পেয়েছেন। রমজান মাসের আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও লোক মেলা উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে অংশ নিয়েছেন উত্তম। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও পারফর্ম করেন এই সংগীতশিল্পী।
মন্তব্য করুন