আসন্ন ঈদে 'শান' ছবি দিয়ে চালু হচ্ছে পুরান ঢাকায় বুড়িগঙ্গার তীরে ৪ স্ক্রিন ও ৮০০ সিটের মাল্টিপ্লেক্স। তবে শুরুতে চালু হবে তিনটি স্ক্রিন। 'শান' ছাড়াও শাকিব খানের 'গলুই' দেখানো হবে সেখানে। পাশাপাশি হলিউডের একটি ছবিও প্রদর্শিত হবে। হলটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা আব্দুল খালেক সমকালকে এসব তথ্য জানিয়েছেন। 

রোববর সমকালকে মির্জা আব্দুল খালেক বলেন, 'চার স্ক্রিন নিয়ে আমাদের মাল্টিপ্লেক্স চালু হবে। তবে ঈদে তিনটি স্ক্রিন চালু করছি। এর মধ্যে দুটি স্ক্রিনে শান ও গলুই চলবে, আরেকটিতে চলবে হলিউডের একটি ছবি।'

'শান' ছবির প্রযোজক ওয়াহিদুর রহমানও সমকালকে নিশ্চিত করেছেন ওই সিনেপ্লেক্সে  'শান' চালানোর বিষয়টি। তিনি বলেন, 'আমরা মাস খানেক আগেই সঙ্গে কথা বলেছি। আমাদরে ছবি সেখানে ঈদে চলছে এটা কনফার্ম।'

পাশাপাশি শাকিব খান অভিনীত 'গলুই' ছবিটিও ওই সিনেপ্লেক্সে প্রদর্শন হবে বলে পরিচালক এসএ অলিক নিশ্চিত করেছেন। 

পুলিশ অ্যাকশন ধারার ছবি 'শান'। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। নির্মাণ করেছেন এম রাহিম। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

অন্যদিকে 'গলুই'তে রয়েছেন শাকিব খান ও পূজা চেরি।