- বিনোদন
- ফারহান-তিশার 'ওয়েডিং ক্রাশ'
ফারহান-তিশার 'ওয়েডিং ক্রাশ'

মুশফিক আর ফারহান ও তানজিন তিশা
মুশফিক আর ফারহান এবং তানজিন তিশা। এই দুই তারকা নতুন জুটি হিসেবে ঈদে আসতে যাচ্ছেন।
তাদের নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক 'ওয়েডিং ক্রাশ'। এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। ফারহান দুষ্টু ছেলে, আর তিশা মিষ্টি মেয়ে। নানা খুনসুটির মধ্য দিয়ে দু'জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মনের কথা দু'জনের একজনেরও বলা হয় না। এই না বলা ভালোবাসাই তাদের একটি চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। কিন্তু কি সেই পরিণতি? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আসছে ঈদ পর্যন্ত।
গল্প নিয়ে এমনটিই জানিয়েছেন নির্মাতা। আসছে ঈদে নাটকটি সিএমভি'র ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
এতে অভিনয় প্রসঙ্গে ফারহান বলেন, ‘যে কোনো নতুন অভিজ্ঞতাই আমি উপভোগ করি। তানজিন তিশার অভিনয় দারুণ লেগেছে। জাকারিয়া সৌখিন ভাই খুব অসাধারণ একটি গল্পে নাটকটি তৈরি করেছেন। সংলাপগুলো সবার মনে ধরবে বলে আশা করছি।’
মন্তব্য করুন