কণ্ঠশিল্পীর পাশাপাশি সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও অগণিত শ্রোতার হৃদয় জয় করেছেন শাফিন আহমেদ। একই সঙ্গে অডিও-ভিডিও প্রযোজক হিসেবে তুলে ধরেছেন তরুণ ও সম্ভাবনায় শিল্পীদের বিভিন্ন আয়োজন।

তারই ধারাবাহিকতায় গতকাল তার প্রযোজনা প্রতিষ্ঠান ডাবল বেস থেকে প্রকাশ করা হয়েছে শিল্পী বেনোজির জিলানীর একক গানের ভিডিও। শাফিন আহমেদের সংগীতায়োজনের এই গানের শিরোনাম 'সে আমায় ডুবায়'। এর আগে একই ব্যানারে নন্দিত এই শিল্পী সুরকার প্রকাশ করেছেন বৈশাখী মেলা নিয়ে তার গাওয়া একক গান 'নাচো বাংলাদেশ'। এটি অল্প সময়েই শ্রোতাদের মনোযোগ কেড়েছে।

আসছে ঈদে প্রকাশ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী পড়শীর গাওয়া একক গান 'এই স্বপ্ন'। এই গানে সুর করার পাশাপাশি কথাও লিখেছেন শাফিন আহমেদ নিজে। এ নিয়ে তিনি বলেন, 'তরুণ ও সম্ভাবনাময় শিল্পীদের নিয়ে ধারাবাহিক কাজের অংশ হিসেবে পড়শীর গানটি তৈরি করা।

সামনে আরও বেশ কিছু তরুণ শিল্পীর গান ডাবল বেস থেকে প্রকাশ করা হবে। দেশীয় সংগীতের সমৃদ্ধি এবং তরুণ প্রতিভা তুলে ধরার জন্যই এ প্ল্যাটফর্ম বড় ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস।' বিভিন্ন গানের আয়োজন ছাড়াও নতুন লাইনআপ 'শাফিন আহমেদ ভয়েস অব মাইলস' নিয়ে দেশজুড়ে কনসার্ট করছেন তিনি।