- বিনোদন
- চেলসি কিনতে যাচ্ছেন সেরেনা ও হ্যামিল্টন
চেলসি কিনতে যাচ্ছেন সেরেনা ও হ্যামিল্টন

ছবি: ফাইল
টেনিসের বাইরে ফুটবলেও যে তার আগ্রহ রয়েছে তার প্রমাণ মিলেছিল বেশ কয়েক মাস আগেই। লস অ্যাঞ্জেলেসে মেয়েদের ফুটবল ক্লাব অ্যাঞ্জেল সিটির মালিকানার বড় একটি অংশ তার নামে। এবার সেই সেরেনা উইলিয়ামস কিনতে যাচ্ছেন ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ক্লাব চেলসি!
খবরটি এভাবেই বেরিয়েছে স্কাই নিউজের খবরে, তেমনটিই বলা হয়েছে। ২৩ বারের গ্র্যান্ডস্লাম জয়ী তারকা সেরেনা উইলিয়ামস এবং মোটর রেস ফরমুলা ওয়ানের সাতবারের চ্যাম্পিয়ন স্যার লুইস হ্যামিল্টন মিলে চেলসির একটি বড় শেয়ারের অংশীদার হতে যাচ্ছেন।
চেলসির বর্তমান মালিক রাশিয়ান ধনকুবের রোমান আব্রাহিমোবিচের ওপর ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা জারি করার পর মার্চের মধ্যেই ক্লাবটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ২.৫ বিলিয়ন পাউন্ডে নিলামে উঠতে পারে চেলসি।
সেখানে চেলসির আজীবন সদস্য স্যার মার্টিন ব্রাউটন নিলামে অংশ নিতে পারেন। এবং এই ব্রাউটনের সঙ্গেই কথাবার্তা চলেছে সেরেনা ও হ্যামিল্টনের। তারা দু'জনই ১০ মিলিয়ন পাউন্ড করে দিতে রাজি হয়েছেন।
মন্তব্য করুন