এ বছরটা দারুণ যাচ্ছে সিয়ামের। একের পর এক অর্জন ধরা দিচ্ছে ক্যারিয়ারে ও ব্যক্তিগত জীবনে। এই তো কদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুললেন। এবার হলেন বাবা। এক ফুটফুটে রাজপুত্রের বাবা হয়েছেন তিনি। অন্যদিকে ঈদে আসছে তার ক্যারিয়ারের সবচয়ে প্রতিক্ষিত ছবি 'শান'।  এই শানের জন্যই পুত্রসন্তান পৃথিবীতে আসার  ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সিয়াম হাজির হলেন ছবিটির 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে। গতকাল  রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) হলরুমে হয় এই অনুষ্টান। 

এখানে হাজির হয়েই অভিনন্দনে সিক্ত হতে হতেই নতুন বাবা প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন ‘শান’ সিনেমার প্রচারণায়। সত্য ঘটনা অবলম্বনে পুলিশি এই অ্যাকশন থ্রিলারে যুক্ত কেনো হয়েছেন এক প্রশ্নে সিয়াম বলেন, ‘গল্প এই সিনেমায় আমাকে যুক্ত করেছে। এছাড়া এই সিনেমার পরিচালক আমার প্রথম সিনেমার অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর ছিলেন, এই সম্পর্কটাও আমাকে এই সিনেমায় যুক্ত করেছে। একাধিকবার মুক্তি পিছিয়েছে... দুই বছরের বেশি। এই সিনেমার গল্পটা এমন  দুই বছর পরও রিলিজ দিলেও সিনেমার প্লট সেই সময়ের কথা বলবে বলে আমার মনে হয়।’

‘শান’ সিনেমা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ সিনেমার চমক হিসেবে বলা হচ্ছে সিনেমাটির গল্পকে।

সিয়ামের কণ্ঠেও সেই স্বর শোনা গেল। বললেন, ‘সিনেমাটি আপনি কেন দেখবেন যদি আমাকে প্রশ্ন করেন; আমি বলব সব কারণ আছে এই সিনেমাটি দেখার। এন্টারটেনমেন্ট...সামাজিক বার্তা... রোমান্স সবই আছে। চাইলে একা দেখতে পারেন, পরিবার নিয়েও দেখতে পারেন।’

আয়োজনে বেশ মজা করেই সিয়াম জানিয়েন নিজের পরিবার নিয়ে এই সিনেমা দেখবেন তিনি। সেখানে যে সদ্যজাত সন্তান থাকবে সেটার ইঙ্গিত দিয়েছেন এই বলে, ‘শান’ পরিবার এখন বড় (বেশি সদস্য) হয়েছে।

শুধু নিজের ‘শান’ না নায়ক দর্শকদের ঈদে আরও যেসকল সিনেমা আসছে সবগুলোই দেখার আহ্বান জানিয়েছেন সন্ধ্যার ওই সংবাদ সম্মেলনে।

সিনেমাটির পরিচালক এম রাহিম জানিয়েছেন, ‘এটি আমার প্রথম ছবি তাই কিছুটা নার্ভাস লাগছে। তবে স্ক্রিনে ভালো কিছু দেওয়ার চেষ্টা ছিলো শুরু থেকেই। দর্শকরা ছবিটি দেখে পুরো বিনোদন পাবে।’

আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে নায়িকা পূজা চেরি জানিয়েছেন, ‘সিনেমাটি নিয়ে আগে যা প্রত্যাশা ছিল এখন আরও বেশি প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ এটি এখন ঈদের সিনেমা। আশা করছি এই সিনেমাটি দেখতে দর্শক হলে যাবে। দর্শক যা প্রত্যাশা করে এই সিনেমাটি সেই রকমের সিনেমা।’

সিনেমাটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।

আয়োজনে সিনেমাটির গল্প লেখক ও ক্রিয়েটিভ হেড আজাদ খান বলেন, ‘সারা পৃথিবীতে পুলিশ নিয়ে সিনেমা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই রকম সিনেমা তৈরি করতে; দর্শকরা সিনেমাটি দেখলেই আমাদের এতবছরে পরিশ্রম স্বার্থক হবে।’

তিনি আরও বলেন, ‘শান’ নির্মিত হয়েছে মানবপাচার কেন্দ্র করে সত্য ঘটনা অবলম্বনে। দাস প্রথার নতুন ভার্সন মানবপাচার। দাস প্রথার সময়ে মানুষকে কিনে রেখে কাজ করাতো এবং এখন পাচার করে একই কাজে লাগায়। অনেক সময় দেহের বিভিন্ন অংশ বিক্রি করে দেয়া হয়। এ বিষয়ে সচেতনা বাড়াতে রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচিল্লি করে বললে কেউ শুনবে না। গল্পটা বাণিজ্যিক ছবির মাধ্যমে এনে মানুষকে দেখাতে চেয়েছি। এই উদ্দেশ্যে ‘শান’ নির্মাণ করা হয়েছে।

সিয়াম-পূজা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

শানের অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। 

সংবাদ সম্মেলনে উপস্থিত  ছিলেন নাদের চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, পরিচালক এম রাহিম, চিত্রনাট্য ও সংলাপ লেখক আজাদ খান ও নাজিম উদ দৌলা, প্রযোজক ওয়াহিদুর রহমান ও আজিজুর রহমানসহ অনেক।