- বিনোদন
- দেশে আসছেন না শাকিব, যুক্তরাষ্ট্রেই ঈদ করবেন
দেশে আসছেন না শাকিব, যুক্তরাষ্ট্রেই ঈদ করবেন

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন করে বসবাসরত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এর আগে একাধিকবার দেশে ফেরার কথা জানিয়েছেন। সবশেষ ঈদ করতে ও সিনেমায় প্রচারণায় অংশ নিতে সম্ভাব্য ২৫ এপ্রিলে দেশে ফিরতে চেয়েছিলেন এই নায়ক।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তার ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু সেই খবর জানিয়েছিলেন। শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্রও এমন দাবি করেছিলেন।
তবে নতুন খবর হচ্ছে, দেশে ফিরছেন না শাকিব খান; ঈদ করবেন আমেরিকায়। আমেরিকায় অবস্থানরত শাকিব খানের এক ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, ‘পরিকল্পনায় পরিবর্তন নিয়ে এসেছেন শাকিব; ঈদ এখানেই করবেন। অল্প সময়ের জন্য দেশে ফিরতে পারেন ঈদের পর।’
সূত্রটি আরও দাবি করেছে, জন্মদিনে ঘোষণা দেওয়া ‘রাজকুমার’ শুট দ্রুতই শুরু করতে যাচ্ছেন শাকিব। গানের শুট দিয়ে দৃশ্যধারণ শুরু হবে, এরই মধ্যে লোকেশন দেখা শেষ।
শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর নির্মাণে ফিরছেন তরুণ পরিচালক হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।
গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান।
মন্তব্য করুন