- বিনোদন
- পণ্ডিত শিবকুমার শর্মা আর নেই
পণ্ডিত শিবকুমার শর্মা আর নেই

পণ্ডিত শিবকুমার শর্মা
কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা মারা গেছেন। মঙ্গলবার মুম্বাইয়ে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। তার বাবা উমা দত্তশর্মা ছিলেন প্রথিতযশা সঙ্গীত শিল্পী।
মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তার বাবার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
মন্তব্য করুন