এবারের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চারটি ছবি 'শান','গলুই', 'বিদ্রোহী' ও 'বড্ড ভালোবাসি'। এই চার ছবির মধ্যে আলোচনায় উঠে এসেছে শাকিব খান অভিনীত সরকারি অনুদানে নির্মিত 'গলুই' ও সিয়াম আহমেদ অভিনীত পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি 'শান'।  এর মধ্যে রাজধানীতে শান ভালো ভালো চললেও ঢাকার বাইরে বিশেষ করে জামালপুরে ভালো চলছে গলুই। এখানে ছবিটি বিশেষভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে ঈদের দিন থেকেই। 

শাকিব খান ও সিয়াম অভিনীত এই দুই ছবি আলোচনায় আসায় দুই নায়কের ভক্তদের মাঝেও চলছে উত্তেজনা। কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানামূখী আলোচনা। 

এই পরিস্থিতিতে  ‘গলুই’ এবং ‘শান’ সিনেমার দ্বিতীয় সপ্তাহে এসে হলসংখ্যা বেড়েছে। দ্বিতীয় সপ্তাহে এসে ‘শান’ চলছে দেশের ৩৯টি সিনেমা হলে, আর ‘গলুই’ চলছে ৩২ সিনেমা হলে।

তবে, ঈদে মুক্তি পাওয়া শাকিবের আরও একটি সিনেমা ‘বিদ্রোহী’র দ্বিতীয় সপ্তাহের হল-তালিকা এ প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত নয় বলে জানিয়েছে সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। 

ঈদে দেশের শীর্ষস্থানীয় ৩৪ সিনেমা হলে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। ঢাকায় সিনেমাটি বেশ ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটি নতুন করে ১০টি সিনেমা হলে চলছে বলে জানানো হয়েছে।

‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।


২৮টি সিনেমা হলে যাত্রা শুরু করা শাকিব খানের ‘গলুই’ দ্বিতীয় সপ্তাহে এসে চলছে ৩২টি সিনেমা হলে; যেখানে এ সপ্তাহে নতুন করে যুক্ত হয়েছে আটটি সিনেমা হলে। ঢাকায় সিনেমাটি মোটামুটি ব্যবসা করলেও জামালপুর ও সাভারে সিনেমাটি বেশ ভালো যাচ্ছে।



এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে দেখা যাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। শাকিব-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।


অন্যদিকে, ঈদের দিন ‘বড্ড ভালোবাসি’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে সিনেমা চলবে এমন কোনো তথ্য মেলেনি।