- বিনোদন
- কানে মোহনীয় ঐশ্বরিয়া
কানে মোহনীয় ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন
কয়েক বছর ধরেই কানের লালগালিচায় সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আরও একবার তিনি মোহনীয় রূপে দেখা দিলেন ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে। বুধবার উৎসবের দ্বিতীয় দিন কালো গাউন আর ফুলের সাজে নিজেকে অলংকৃত করেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।
যেখানে আগের দিন মঙ্গলবার এই বলিউড অভিনেত্রীকে একটি গোলাপি ভ্যালেনটিনো পোশাকে দেখা গিয়েছিল। পোশাকের সঙ্গে রং মিলিয়ে পরেছিলেন গোলাপি হিল। উৎসবের উদ্বোধনী দিনেই দর্শক আবিস্কার করেছেন নতুন ঐশ্বরিয়া। পরদিন কালো পোশাক আর ফুলের সাজের দেখা পেয়েছেন মোহনীয় রূপে।
পরপর দু'দিন ভিন্ন সাজ আর রূপের ছটায় দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী। লালগালিচায় ভিন্ন রূপে নিজেকে তুলে ধরা ছাড়াও বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে সেলফি তোলা নিয়েও ব্যস্ত থাকতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। যা দেখে মনে হয়েছে, ফ্রান্সের কান শহরটি এই অভিনেত্রীর যতটা পরিচিত, ততটাই আপন।
এই শহরটি তাই বারবার তাঁকে হাতছানি দিয়ে ডাকে। আর সে ডাক উপেক্ষা করতে পারেন না বলেই চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর ছুটে যান কানে।
মন্তব্য করুন