- বিনোদন
- পল্লবীর পর এবার ফ্ল্যাটে মডেল বিদিশার ঝুলন্ত দেহ
পল্লবীর পর এবার ফ্ল্যাটে মডেল বিদিশার ঝুলন্ত দেহ

মডেল বিদিশা দে
সম্প্রতি ওপার বাংলার টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে-র রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর সপ্তাহ পার না হতেই আরও এক তারকার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এবার ফ্ল্যাট থেকে বিদিশা দে মজুমদার নামের এক মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিদিশা দে মজুমদারের মরদেহ। তার বয়স ২১ বছর। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা পুলিশ তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, বিদিশার গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ছিল। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। বিদিশার দেহের পাশে পাওয়া গেছে একটি সুইসাইড নোটও।
এই উঠতি মডেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে এই ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ। তার মৃত্যু রহস্যভেদ হওয়ার আগেই ১০ দিনের মাথায় বিদিশার অস্বাভাবিক মৃত্যু হলো।
মন্তব্য করুন