শৌখিন থিয়েটারের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী নাট্যোৎসব ও সাংস্কৃতিক আয়োজন। দলটির নিজস্ব প্রযোজনায় তিনটি, আমন্ত্রিত দলের চারটিসহ মোট সাতটি নাটক প্রদর্শিত হবে এতে। আজ বিকেল ৫টায় স্টুডিও থিয়েটার হলে উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহসভাপতি লাকী ইনাম। প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করবেন দলের সহসভাপতি আসাদুজ্জামান। শৌখিন থিয়েটারের বিগত কর্মপরিধি এবং ব্যাপ্তি নিয়ে অপূর্ব কুমার কুণ্ডুর রচিত প্রবন্ধ উপস্থাপন করবেন দলের প্রতিষ্ঠাতা সদস্য উপস্থাপিকা এবং অভিনেত্রী তাসমী চৌধুরী। এ ছাড়া ১১টি দলের অংশগ্রহণে রয়েছে সাংস্কৃতিক আয়োজন।
প্রতিদিন চিলেকোঠার উন্মুক্ত মঞ্চে বিকেল ৪টা থেকে থাকছে গান, আবৃত্তি, মূকাভিনয়, নৃত্য ও পথনাটক। স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চায়ন হবে বলে জানিয়েছেন আয়োজকরা।