নারগিস ফাখরি সাইকেল চালাতে গিয়ে গিয়ে উল্টে পড়লেন। সম্প্রতি এমন একটি ভিডিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটি নায়িকা নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। 

ভিডিওটিতে দেখা যায় একটি আবাসিক এলাকার রাস্তায় সাইকেল চালাতে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়েন তিনি। সেই মুহূর্তের একটি রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়িকা নিজেই।

সেখানে আরও দেখা যায় বেশ উচ্ছ্বাসের সঙ্গে সাইকেল চালাচ্ছেন নায়িকা। তার পেছনে আরেকজন সাইকেল নিয়ে আসছেন। ওই লোকের হাতেই ক্যামেরা ছিল। নায়িকা তার দিকে তাকিয়ে কিছু বলছিলেন, ঠিক এ সময়েই রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা লেগে সাইকেলসহ উল্টে পড়ে যান তিনি। এই দুর্ঘটনায় খানিকটা ব্যথা পেলেও হাসিমুখে পুরো বিষয়টি সামলে নেন তিনি। 

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনি যখন পড়ে যাবেন (ব্যর্থ) তখন হাসি ও স্টাইলের মাধ্যমে নিজেকে সামলে নেবেন। মনে রাখবেন, সব সময় নিজেকে তুলে এনে সামনে এগিয়ে যেতে হবে। কখনো থেমে যাবেন না।’

এদিকে সম্প্রতি  সম্প্রতি কানের ৭৫তম আসরে প্রথমবারের মতো রেড কার্পেটে হেঁটেছেন নার্গিস ফাখরি। গোলাপি রঙের পোশাকে রূপের দ্যুতি ছড়িয়েছেন এই নায়িকা। 

সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়ার ভিডিও: