গত ৫ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসেছিল 'এমটিভি মুভি ও টিভি অ্যাওয়ার্ড ২০২২'-এর আসর। পুরস্কার প্রদান অনুষ্ঠানকে ঘিরে বসেছিল তারার মেলা। বিশ্বের নামিদামি তারকারা হাজির হন এ অনুষ্ঠানে। এবারের আসরে সম্মানজনক 'জেনারেশন অ্যাওয়ার্ড' পেয়েছেন তারকা কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ। সিনেমা ও টিভি- দুই ক্ষেত্রেই অবদান রাখার জন্য দেওয়া হয় এ পুরস্কার। সেরা সিনেমার পুরস্কার জিতেছে 'স্পাইডারম্যান :নো ওয়ে হোম'। শুধু তাই নয়, টম হল্যান্ড নিয়েছেন 'বেস্ট পারফরম্যান্স' পুরস্কার। বেস্ট শো হয়েছে 'ইউফোরিয়া'। আর 'বেস্ট পারফরম্যান্স ইন আ শো' পুরস্কার জিতেছেন জেনদায়া। 'ইউফোরিয়া' শোর জন্য তিনি এ সম্মাননা অর্জন করেছেন।

'ব্ল্যাক উইডো' ছবির জন্য 'বেস্ট হিরো' পুরস্কার পেয়েছেন স্কারলেট জোহানসন। 'দ্য লস্ট সিটি' ছবির জন্য 'বেস্ট ভিলেন' হয়েছেন ড্যানিয়েল রেডক্লিফ।
জ্যাক ব্ল্যাক জিতেছেন 'কমেডিক জিনিয়াস অ্যাওয়ার্ড'। 'ফ্রি গাই' ছবির জন্য 'বেস্ট কমেডিক পারফরম্যান্স' পুরস্কার জিতেছেন রায়ান রেনল্ডস। সেরা গান নির্বাচিত হয়েছে 'অন মাই ওয়ে' [জেনিফার লোপেজ]। বেস্ট মিউজিক ডকুমেন্টারি পুরস্কার পেয়েছে অলিভিয়া রড্রিগো [ড্রাইভিং হোম টু ইউ]। ব্রেকথ্রু পারফরম্যান্সের জন্য বিজয়ী হয়েছেন সোফিয়া ডি মার্টিনো। 'লোকি' ছবির জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। মোস্ট ফ্রাইটেন্ড পারফরম্যান্সের জন্য জয়ী হয়েছেন জেনা অরতেগা। তিনি স্ট্ক্রিম ছবির জন্য এ পুরস্কার পান। বেস্ট টিম হয়েছে 'লোকি' [টম হিডলস্টোন, সোফিয়া ডি মার্টিনো, ওয়েন উইলসন]। বেস্ট রিয়েলিটি রিটার্ন বিজয়ী হয়েছেন প্যারিস হিলটন [কুকিং উইথ প্যারিস অ্যান্ড প্যারিস ইন লাভ]।

একনজরে এবারের বিজয়ীরা
সেরা সিনেমা : স্পাইডারম্যান :নো ওয়ে হোম
বেস্ট পারফরম্যান্স :টম হল্যান্ড [স্পাইডারম্যান :নো ওয়ে হোম]
বেস্ট পারফরম্যান্স ইন আ শো :জেনদায়া [ইউফোরিয়া]
জেনারেশন অ্যাওয়ার্ড :জেনিফার লোপেজ
বেস্ট হিরো :স্কারলেট জোহানসন [ব্ল্যাক উইডো]
বেস্ট ভিলেন :ড্যানিয়েল রেডক্লিফ [দ্য লস্ট সিটি]
বেস্ট কমেডিক পারফরম্যান্স :রায়ান রেনল্ডস [ফ্রি গাই]
কমেডিক জিনিয়াস অ্যাওয়ার্ড :জ্যাক ব্ল্যাক
বেস্ট সং :অন মাই ওয়ে, ম্যারি মি [জেনিফার লোপেজ]
বেস্ট মিউজিক ডকুমেন্টারি :অলিভিয়া রড্রিগো
[ড্রাইভিং হোম টু ইউ]
ব্রেকথ্রু পারফরম্যান্স : সোফিয়া ডি মার্টিনো [লোকি]
মোস্ট ফ্রাইটেন্ড
পারফরম্যান্স : [জেনা অরতেগা [স্ট্ক্রিম]
বেস্ট টিম :লোকি  [টম হিডলস্টোন, সোফিয়া ডি মার্টিনো, ওয়েন উইলসন]।
বেস্ট রিয়ালিটি রিটার্ন : [প্যারিস হিলটন [কুকিং উইথ প্যারিস অ্যান্ড প্যারিস ইন লাভ]।

বিষয় : এমটিভি অ্যাওয়ার্ড বেস্ট পারফরম্যান্স ইন আ শো বেস্ট পারফরম্যান্স

মন্তব্য করুন