- বিনোদন
- আমি পিস্তল নিয়ে যাইনি, চড়ও খাইনি: জায়েদ খান
আমি পিস্তল নিয়ে যাইনি, চড়ও খাইনি: জায়েদ খান
অভিনেতা জায়েদ খানঅভিনেতা জায়েদ খান যা বললেন
Posted by Samakal on Sunday, June 12, 2022
শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে চড় মারায় ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। একইসঙ্গে ওমর সানী তাকে চড় দিয়েছেন এ কথাও মিথ্যে দাবি করেন তিনি।
শনিবার মধ্যরাতে জায়েদ খান বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি, নির্বাচনের রায় সামনে রেখে এমন করা হচ্ছে। আর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে যাওয়া যায় নাকি? আমি বিয়ের আয়োজনে পিস্তল নিয়ে যাইনি। আর ওমর সানী আমাকে চড়ও দেয়নি।'
বক্তব্যের সত্যতা জানতে জায়েদ খান এই প্রতিবেদকে মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মনোয়ার হোসেন ডিপজলের মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন