- বিনোদন
- যাত্রাবাড়ীতে ৭ লাখ টাকার ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
যাত্রাবাড়ীতে ৭ লাখ টাকার ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার কামরুল হাসান (২৮) ও মো. শামীম আহমেদ (৪২)।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৪৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ীর রায়েরবাগ থেকে এই ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক দাম সাত লাখ বত্রিশ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন- কামরুল হাসান (২৮) ও মো. শামীম আহমেদ (৪২)।
র্যাব বলছে, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
মন্তব্য করুন