- বিনোদন
- বয়স ৮০, এখনও সুস্থ আছি, ভালো আছি: দিলারা জামান
বয়স ৮০, এখনও সুস্থ আছি, ভালো আছি: দিলারা জামান

দিলারা জামান
বরেণ্য অভিনেত্রী দিলারা জামান আজ ৮০ বছর পূর্ণ করে ৮১-তে পা রেখেছেন। জীবনের ৮০ বছর পূর্তিতে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানান একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী। জন্মদিন উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, 'জন্মদিন কখনও ঘটা করে পালনের পক্ষপাতী নই।
৮০ বছরেও সুস্থ আছি, ভালো আছি- এটাই ভালো লাগার। এই দীর্ঘ চলার পথে মানুষের ভালোবাসা পেয়েছি। যেজন্য সবার কাছে
কৃতজ্ঞ। মনটা ভালো নেই। সিলেট-সুনামগঞ্জে বন্যায় লাখো মানুষ ভীষণ দুর্ভোগ পোহাচ্ছেন। সৃষ্টিকর্তার কাছে বন্যার দুর্ভোগ
কমানোর জন্য দোয়া চাইছি।'
এদিকে আজ জন্মদিন উপলক্ষে দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে 'তারকা কথন' অনুষ্ঠানে অংশ নেবেন দিলারা জামান। তাঁর প্রথম মঞ্চনাটক 'মামলার ফল'। টেলিভিশনে তাঁর অভিষেক হয় ১৯৬৭ সালে খান জয়নুলের লেখা 'পিনিস' নাটকে। হুমায়ূন আহমেদের 'দিনের শেষে', 'এইসব দিনরাত্রি', 'অয়োময়' নাটকে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- 'মনপুরা', 'আগুনের পরশমণি', 'চন্দ্রকথা', 'মেঘলা আকাশ', 'চন্দ্রগ্রহণ', 'অপেক্ষা', 'আলতাবানু' ইত্যাদি।
মন্তব্য করুন