- বিনোদন
- ৯ গরু কোরবানির টাকা বন্যার্তদের সহায়তায় দেবেন অনন্ত
৯ গরু কোরবানির টাকা বন্যার্তদের সহায়তায় দেবেন অনন্ত
বন্যার্তদের পাশে দাঁড়াতে অভিনেতা অনন্ত জলিলের আহ্বানবন্যার্তদের পাশে দাঁড়াতে অভিনেতা অনন্ত জলিলের আহ্বান
Posted by Samakal on Saturday, June 18, 2022
পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাঁচার জন্য লড়ছে বন্যার্ত সিলেট ও সুনামগঞ্জবাসী। এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানান মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামিল হচ্ছেন মানবিক উদ্যোগগুলোর সাথে। এবার বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিলেন চিত্রতারকা, প্রযোজক অনন্ত জলিল।
কোরবানির অর্থ দিয়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ছেন ‘খোঁজ দ্য সার্চ’ ছবির এই নায়ক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় অনন্ত বলেন, প্রতি বছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেবো। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো।
অনন্ত আরও বলেন, শুধু কোরবানির টাকাই নয়; বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি ‘দিন দ্য ডে’ সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াবো।
এসময় সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান অনন্ত জলিল। বলেন, আমরা কেউই টাকা নিয়ে কবরে যাবো না। আমরা সবাই যে টাকা উপার্জন করবো, তা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যে যতটুকু পারেন, অবশ্যই মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু সহায়তা করলেও তাদের অনেকের উপকার হবে।
মন্তব্য করুন