আজ শুক্রবার থেকে আমেরিকার দর্শকরা দেখতে পাবেন সিয়াম-পূজা চেরী জুটির ছবি 'শান'। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব থিয়েটারে ছবিটি আজ মুক্তি পাচ্ছে বলে জানান ছবির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

তিনি আরও জানান, আমেরিকার এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেস চেইনে প্রথম সপ্তাহে ২০টি রাজ্যের ৫৯টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে 'শান'।

সম্প্রতি আমেরিকায় এ ছবির মুক্তি দেওয়া নিয়ে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। সেখানে স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন এবং ফিলম্যান এন্টারটেইনমেন্টের পক্ষে প্রযোজক ওয়াহিদুর রহমান চুক্তি স্বাক্ষর করেন।

গত ঈদুল ফিতরে ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় 'শান' ছবিটি। এম রাহিম পরিচালিত এ ছবিতে সিয়াম-পূজা জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, তাসনিক রহমান, অরুণা বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ, মিশা সওদাগর প্রমুখ।