বরেণ্য অভিনেতা আলমগীরের অভিনয় জীবনের ৫০ বছর পূর্ণ হলো আজ। ১৯৭২ সালের এই দিনে [২৪ জুন] আলমগীর কুমকুম পরিচালিত 'আমার জন্মভূমি' ছবিতে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। পরের বছর ১৯৭৩ সালে মুক্তি পায় মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত 'আমার জন্মভূমি' ছবিটি। একই সঙ্গে মুক্তি পায় তাঁর আরেক ছবি 'দস্যুরানী'। এর পর আর পথচলা থেমে থাকেনি এ অভিনেতার। সেই থেকে একনাগাড়ে অভিনয় করে যাচ্ছেন।

এখন পর্যন্ত দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। যার সুবাদে পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা এবং ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননাসহ বহু পুরস্কার ও সম্মাননা।

এ নিয়ে আলগমীর বলেন, 'মাত্র ২২ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম! এর পর কেমন করে যে অভিনয় জগতে ৫০ বছর পেরিয়ে গেছে, বুঝতেই পারিনি! তবে এটা বুঝেছি, অভিনয় আমার শোণিতধারায় মিশে গেছে। তাই এর বাইরে আর কিছু ভাবতেই পারি না।'

এদিকে অভিনয় জীবনের ৫০ বছরপূর্তি উপলক্ষে আলমগীর বরেণ্য অতিথি হিসেবে অংশ নিয়েছেন 'রাঙা সকাল' অনুষ্ঠানে। কথা বলেছেন অভিনয় জগতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার নানা অভিজ্ঞতা নিয়ে। অনুষ্ঠানটি আজ ৭টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে।