- বিনোদন
- শিল্পকলায় ‘থিয়েটার ৫২’ এর প্রথম প্রযোজনা
শিল্পকলায় ‘থিয়েটার ৫২’ এর প্রথম প্রযোজনা

আগামী ২৬ জুন সন্ধ্যা সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘থিয়েটার ৫২’ এর প্রথম প্রযোজনা ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’। নাটকটির ২৫ তম মঞ্চায়ন হচ্ছে এবার।
নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর, নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ।
বাংলার মিথ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মিথস্ক্রিয়া ঘটেছে এই নাটকে। নাটকটি একটি যুদ্ধ শিশুকে কেন্দ্র করে এগিয়ে যায়। বাকি চরিত্র গুলো বাংলার গ্রাম ও সংস্কৃতির বাহক হিসেবে কাজ করে। এখানে পাকিস্তানী ও রাজাকারদের হিংস্রতার ছবি তুলে ধরা হয়। অন্যদিকে, স্বাধীনতার পরবর্তী অবস্থাও দেখানো হয়। যা এখনোও এই সমাজে ও সময়ের সাথে মিল রয়েছে।
মন্তব্য করুন