আগামী ২৬ জুন সন্ধ্যা সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘থিয়েটার ৫২’ এর প্রথম প্রযোজনা ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’। নাটকটির ২৫ তম মঞ্চায়ন হচ্ছে এবার। 

নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর, নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। 

বাংলার মিথ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মিথস্ক্রিয়া ঘটেছে এই নাটকে। নাটকটি একটি যুদ্ধ শিশুকে কেন্দ্র করে এগিয়ে যায়। বাকি চরিত্র গুলো বাংলার গ্রাম ও সংস্কৃতির বাহক  হিসেবে কাজ করে। এখানে পাকিস্তানী ও রাজাকারদের হিংস্রতার ছবি তুলে ধরা হয়। অন্যদিকে, স্বাধীনতার পরবর্তী অবস্থাও দেখানো হয়। যা এখনোও এই সমাজে ও সময়ের সাথে মিল রয়েছে।