- বিনোদন
- আলিয়া-রণবীরের কোলে আসছে নতুন অতিথি
আলিয়া-রণবীরের কোলে আসছে নতুন অতিথি

বলিউড তারকা আলিয়া-রণবীর দম্পতি।
বলিউড তারকা আলিয়া-রণবীর দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। মা হতে চলেছেন আলিয়া ভাট। নায়িকা নিজেই জানিয়েছেন এ খবর।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে আলিয়া লিখেছেন, আওয়ার বেবি কামিং সুন (শিগগিরই আমাদের সন্তান আসছে)।
ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শারীরিক চেকআপ করাচ্ছেন তিনি। তার হাত পেটের ওপর। মনিটরে অনাগত সন্তানের হার্টবিট দেখে খুশিতে আত্মহারা তিনি।
এদিকে, খুশিতে উচ্ছ্বসিত রণবীর কাপুরও। তিনি অফিশিয়াল ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
২০১৮ সালে অভিনয়ের সুবাদে একে অপরের কাছে আসে এই জুটি। চলতি বছর ১৪ এপ্রিল বিয়ের করেন তারা।
মন্তব্য করুন