- বিনোদন
- প্রতিটি সিনেমা হলে মানুষের ঢল লক্ষ্য করছি: অনন্ত জলিল
প্রতিটি সিনেমা হলে মানুষের ঢল লক্ষ্য করছি: অনন্ত জলিল

অনন্ত জলিল। চিত্রনায়ক ও প্রযোজক। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা 'দিন :দ্য ডে'। স্বল্প সময়ে ছবিটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এই ছবির সাফল্য ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে-
সাত বছরের বেশি সময় পর সিনেমা হলে ফিরলেন। কেমন লাগছে ...
দীর্ঘ সময় পর আবারও দর্শকের সামনে এলাম, ভালো লাগছে। যদিও আরও অনেক আগেই দর্শকের সামনে আসার কথা ছিল। কিন্তু নানা কারণে তা হয়নি।
'দিন :দ্য ডে' ছবিটি নিয়ে হলে হলে ঘুরছেন। দর্শক প্রতিক্রিয়া কেমন লক্ষ্য করছেন?
এককথায় অসাধারণ। যে হলেই যাচ্ছি, দর্শক আমাকে দেখে চিৎকার করে উঠছেন। আমাদের ঘিরে ধরেছেন সেলফি তোলার জন্য। ফলে ছবিটি ঘিরে ক্রমেই দর্শক-আগ্রহ বাড়ছে। দীর্ঘ সময়ের দর্শকরা পেরিয়ে প্রেক্ষাগৃহগুলো হাউসফুল যাচ্ছে। দর্শকরা টিকিট পাচ্ছেন না। দেশের প্রায় প্রতিটি সিনেমা হলে মানুষের ঢল লক্ষ্য করছি; যা আমাদের চলচ্চিত্রের জন্য আশাজাগানিয়া খবর। তাঁদের ছবি দেখার এই অভ্যাসটা ধরে রাখতে হবে। এ জন্য নিয়মিত ভালো সিনেমা বানাতে হবে। না হলে দর্শক আবার হলবিমুখ হবেন।
শুনলাম ছবির প্রচারে গিয়ে আপনার ভক্তকে চিকিৎসার জন্য অনুদান দিয়েছেন?
ঠিকই শুনেছেন। গত বৃহস্পতিবার 'দিন : দ্য ডে' সিনেমার প্রচারে বগুড়া গিয়েছিলাম। বগুড়া যাওয়ার আরও একটি অন্যতম কারণ শারীরিক প্রতিবন্ধী সোহেল রানা। তাঁকে কথা দিয়েছিলাম, আমার নতুন সিনেমা মুক্তি পেলে, তাঁর সঙ্গে দেখা করব। তাই প্রথমে রানাকে দেখতে তাঁদের গ্রামে যাই। সেখানে রানার চিকিৎসার জন্য দুই লাখ টাকা অনুদান দিই। এরপর রানাকে নিয়ে বগুড়ার মধুবন সিনেমা হলে একসঙ্গে দর্শকদের সঙ্গে ছবিটি দেখি। এখন রানাকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাব। চেষ্টা করব তাঁকে সুস্থ করে তোলার জন্য। এখন বাকিটা নির্ভর করছে মহান আল্লাহ তাআলার ইচ্ছার ওপর।
'নেত্রী দ্য লিডার' ছবির কথা বলুন।
এ সিনেমার কাজ আমরা টানা শেষ করতে চেয়েছিলাম। নানা কারণে তা হয়নি। এখন পর্যন্ত ছবিটির ষাট ভাগ কাজ হয়েছে। বাকি অংশের চিত্রায়ণ অক্টোবর বা নভেম্বরে তুরস্কে হবে। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন বর্ষা। তাঁকে একজন নেত্রীর ভূমিকায় আর আমাকে দেখা যাবে তাঁর বডিগার্ডের চরিত্রে। আশা করছি, এ বছরই ছবিটির সব কাজ শেষ করতে পারব।
মন্তব্য করুন