- বিনোদন
- ৩ বছর আগে বিচ্ছেদ, পূর্ণিমাকে শুভকামনা প্রাক্তন স্বামীর
৩ বছর আগে বিচ্ছেদ, পূর্ণিমাকে শুভকামনা প্রাক্তন স্বামীর

চিত্রনায়িকা পূর্ণিমার বিচ্ছেদের খবর আসেনি গণমাধ্যমে। সে খবর আসার আগেই নতুন বিয়ের খবর জানালেন এই নায়িকা। জানালেন ২ মাস আগেই আকিজ গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেছেন তিনি।
দ্বিতীয়বার বিয়ে করায় পূর্ণিমাকে শুভ কামনা জানিয়েছেন তার প্রাক্তন স্বামী আহমেদ ফাহাদ জামাল। তিনি বলেন, 'পূর্ণিমার বিয়ের খবর গণমাধ্যমের বরাতে আমিও জেনেছি। তাদের জন্য শুভকামনা থাকলো। আর আমার সন্তানের জন্য প্রার্থনা রাখবেন।
গত ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। এই বিয়ের খবর প্রকাশ করলেন বৃহস্পতিবার রাতে।
বিয়ের খবর সামনে আসতেই প্রথম বিয়ের বিচ্ছেদের খবরও জানা গেল। পূর্ণিমার প্রাক্তন স্বামীর বরাতে জানা গেল তিন বছর আগেই বিচ্ছেদ হয়েছে তাদের। তাদের একমাত্র সন্তান আরশিয়া উমাইজা উভয়ের কাছেই থাকেন।
২০০৭ সালে চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামাল ভালোবেসে বিয়ে করেন পূর্ণিমা।
মন্তব্য করুন