- বিনোদন
- আলোচনা-সমালোচনা যা-ই হোক আমাদের সিনেমা হিট: বর্ষা
আলোচনা-সমালোচনা যা-ই হোক আমাদের সিনেমা হিট: বর্ষা

চিত্রনায়িকা বর্ষা
আফিয়া নুসরাত বর্ষা। অভিনেত্রী ও মডেল। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা 'দিন :দ্য ডে'। ইতোমধ্যে ছবিটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এই ছবির সাফল্য ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে-
'দিন :দ্য ডে' ছবিটি নিয়ে হলে হলে ঘুরছেন। দর্শক প্রতিক্রিয়া কেমন দেখছেন?
অসাধারণ। যে হলেই যাচ্ছি, দর্শক আমাদের দেখে চিৎকার করে উঠছেন। আমাদের ঘিরে ধরছেন সেলফি তোলার জন্য। প্রায় প্রতিটি সিনেমা হলে হাউসফুল দর্শক।
হলে ঘুরে নাকি অসুস্থ হয়ে পড়েছেন?
প্রায় এক মাস আমরা সিনেমার প্রচারে কাজ করছি। মুক্তির পর ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি হলে গিয়েছি। প্রচণ্ড গরমে শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল এই আরকি।
ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। ব্যবসায়িক সাফল্য কেমন মনে হচ্ছে?
মুক্তির মাত্র দেড় সপ্তাহে ব্যবসায়িক সাফল্যের হিসাব-নিকাশ বলা যায় না। ছবিটি এখনও মহাসমারোহে চলছে। আরও চলুক। এরপর হিসাব করা যাবে। 'দিন :দ্য ডে' নিয়ে কেমন আলোচনা হচ্ছে তা সবাই দেখছেন। এখনও সিনেপ্লেক্সগুলোতে টিকিট পাচ্ছেন না দর্শক।
শুধু ইতিবাচক নয় নেতিবাচক কথাও উঠছে...
আলোচনা-সমালোচনা যা-ই হোক আমাদের সিনেমা হিট। যে বিষয়ে আলোচনা বেশি, সে বিষয়ে সমালোচনাও বেশি হবে এটাই স্বাভাবিক। ফলে ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকও থাকবে। 'দিন :দ্য ডে' দর্শকদের বিনোদন দিতে বানানো হয়েছে। ছবিটি সব দর্শককে একই রকম বিনোদন দিতে পারবে তাও নয়। কিছু লোকের খারাপ লাগবে, কিছু লোকের ভালো লাগবে। তবে ছবিটি ৯০ শতাংশ দর্শকেরই ভালো লেগেছে।
আপনি বলেছেন 'দিন :দ্য ডে' ছবির জন্য বলিউড থেকেও প্রশংসা পাচ্ছেন। কিন্তু ওখানে তো ছবিটি মুক্তি পায়নি
দিন দ্য ডে ছবিতে বলিউডের নামকরা প্রতিষ্ঠানও কাজ করেছে। এ ছাড়াও কাজের কারণে বলিউডের অনেকের সঙ্গেই আমাদের সম্পর্ক আছে। দেশে ছবিটি যে 'হাইপ' তুলেছে, ছবিটি নিয়ে দেশের গণমাধ্যমগুলোতে আলোচনা হচ্ছে, এগুলোই বলিউড পর্যন্ত পৌঁছে গেছে। বলিউডে কিছু ঘটলে যেমন দেশের সংবাদকর্মীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেন, তাঁরাও আমাদের সঙ্গে সেভাবেই যোগাযোগ করেছেন। আমাদের ছবি নিয়ে তাঁদের মুগ্ধতার কথা জানিয়েছেন।
মন্তব্য করুন