- বিনোদন
- শিশির ফিচারিং বখতিয়ার-মাশার 'কথা ফুরিয়ে যায়'
শিশির ফিচারিং বখতিয়ার-মাশার 'কথা ফুরিয়ে যায়'
অর্থহীন ব্যান্ডের অন্যতম সদস্য শিশির আহমেদ। ব্যান্ডের বাইরে ইতিমধ্যে এককভাবে তিনটি গান প্রকাশ করেছেন। এবার প্রায় বছর খানেক পর তিনি নতুন গান নিয়ে এলেন তিনি। তার এবারের গানের শিরোনাম 'কথা ফুরিয়ে যায়'। দ্বৈতভাবে গানটি কণ্ঠ দিয়েছেন বখতিয়ার এবং শিল্পী মাশা।
এই বুকে জমা স্তব্দ নীলচে বেদনা/ শুধু নীলে নীলে বেড়েই চলেছে-এমন কথার গানটি লিখেছেন 'বে অফ বেঙ্গল' এর ভোকালিস্ট বখতিয়ার। সুর ও সংগীতায়োজন করেছেন শিশির আহমেদ ।
নতুন গান নিয়ে শিশির আহমেদ সমকালকে বলেন, 'অর্থহীন ব্যান্ডের বাইরে মাঝে মাঝে একক গান গান প্রকাশ করার চেষ্টা করি। যে তিনটি গান ইতোমধ্যে প্রকাশ করেছি তার প্রতিটি গানে ভিন্নতা রয়েছে। প্রায় এক বছর পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছি। গানের সুর এবং সঙ্গীত করেছিলাম অনেক আগেই। যেহেতু আমি গানের ধরন অনুযায়ী শিল্পী নির্বাচন করি তাই আমার কাছে মনে হয়েছে বখতিয়ার এবং মাশা এই গানের জন্য উপযোগী। দুজনেই আমার খুব প্রিয় তাছাড়া ওরা চমৎকার গায়।'
শিল্পী জানান, 'কথা ফুরিয়ে যায়' মূলত রক এবং পপ ধারার।
গানটি নিয়ে বখতিয়ার বলেন, 'ডি রকস্টারে একটা ব্যান্ডের সঙ্গে আমি অংশগ্রহণ করেছিলাম। ওখানে গ্রুমিং সেশনে শিশির ভাই গিটার বাজাচ্ছিলো। আমি অবাক হয়ে ওনার গিটার বাজানো শুনছিলাম। পরিচয় এর শুরুটা ওখান থেকেই হয়েছিলো। তারপর থেকে শিশির ভাই পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দিয়েছে সবসময়। উনার সাথে গান করতে পারা আমার জন্য অনেক বড় পাওয়া।'
মাশা বলেন, শিশির ভাই এটা আমার দ্বিতীয় মৌলিক গান। আমার নিজের কাছে মনে হয়েছে শিশির ভাইয়ের আগের গানগুলোর মতো 'কথা ফুরিয়ে যায়' শ্রোতাদের প্রত্যাশা পূরন করবে।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশের ব্যানারে তৈরি গানটি সম্প্রতি শিশির আহমেদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।
মন্তব্য করুন