চিত্রনায়ক সিয়াম আহমেদ ও মাহিয়া মাহি, ঐশী ও পিয়া জান্নাতুলকে নিয়ে ২০১৯ সালে 'স্বপ্নবাজি' নামের একটি ছবির শুটিং শুরু করেন পরিচালক রায়হান রাফি। পোশাক–পরিচ্ছদ ও ধূমপানের সিক্যুয়েন্সে থাকায় পরে ছবিটি থেকে সরে আসেন ঐশী। কয়েকটি দৃশ্যধারণের পর  থেমে যায় এর শুটিংও। পরের বছর ২৩ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকায় ফের দৃশ্যধারণের কাজ শুরু হলেও শেষ আর হয়নি। এরই মধ্যে ছবিটিও চলে যায় অন্ধকারে। 

'স্বপ্নবাজি'র প্রযোজক হিসেবে আছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসাইন। সে সময় তিনি জানিয়েছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রিকে উপজীব্য করে নির্মিত হবে দেশের প্রথম ফ্যাশন ও মডেলিং জগত নির্ভর চলচ্চিত্র ‘স্বপ্নবাজি’। কিন্তু ছবিটি শেষ না করেই গতকাল প্রযোজক তার জন্মদিনের আয়োজনে নতুন আরেকটি ছবির ঘোষণা দিলেন। 

তার নতুন এই ছবির নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। এতে নায়ক হিসেবে থাকছেন নিরব হোসাইন।  নায়িকা হিসেবে দেখা যাবে নিপুণ আক্তার ও ইয়ামিন হক ববিকে। তাদের সঙ্গে আরও এক নায়ক হিসেবে থাকবেন আসিফ আহমেদ খান।  

এই ছবির শুধু প্রযোজক নন পিয়াল। ছবিটি পরিচালনাও করবেন তিনি। প্রযোজক হিসেবে তার সঙ্গে থাকছেন আছেন নির্মাতা তপু খান ও সাকিব সনেট।

জন্মদিনের ওই আয়োজনে পিয়াল জানান, ছবিতে নিপুণ-নিরব ও ববি ছাড়া আরও একজোড়া জুটিকে দেখা যাবে। সেই জুটি হিসেবে কারা থাকছেন, সেটা জানা যাবে শিগগিরই।

'স্বপ্নবাজি' শেষ না করেই নতুন ছবির ঘোষণা দিলেন। স্বপ্নবাজি কি আর হবে না? এমন প্রশ্ন নিয়ে শনিবার পিয়ালের সঙ্গে যোগাযোগ করা হয়। সমকালকে তিনি বলেন, 'লাইফ ইজ বিউটিফুল ছবির পর স্বপ্নবাজির কাজ আবার শুরু হবে। তবে ছবিটির গল্পে  ও কাস্টিংয়ে পরিবর্তন আনা হচ্ছে এখন। পরিবর্তন হবে নির্মাতাও।'

'স্বপ্নবাজি'র নির্মাণ রায়হান রাফি শুরু করলেও এতে তাকে আর রাখা হচ্ছে না বলে জানালেন পিয়াল হোসেন। তিনি বললেন, নতুন করে স্বপ্নবাজি নির্মাণ করবেন সাকিব সনেট।  আগামী বছরে এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।'