- বিনোদন
- শাইখ সিরাজের জন্মদিন আজ
শাইখ সিরাজের জন্মদিন আজ
-samakal-63182760b3e6b.jpg)
গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের জন্মদিন আজ। ১৯৫৪ সালের ৭ সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, 'এক একটি বছর যাচ্ছে আর আয়ু কমে যাচ্ছে। জন্মদিন এলে মনে হয়, জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেল। যত দিন বাঁচি, যেন কর্মক্ষম সুস্থ ও সুন্দর জীবনযাপন পারি- সৃষ্টিকর্তার কাছে এ দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।'
শাইখ সিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে অনার্সসহ মাস্টার্স করেছেন। টানা সাড়ে চার দশক এ মানুষটি গণমাধ্যমকে কাজে লাগিয়ে দেশের কৃষি ও কৃষক তথা উৎপাদন-অর্থনৈতিক খাতে অপরিসীম ভূমিকা রেখে চলেছেন। অর্জন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ দুটি রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ একাধিক আন্তর্জাতিক খ্যাতি। তিনি লাভ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এএইচ বুর্মা অ্যাওয়ার্ড, গুসি পিস প্রাইজসহ বহু পুরস্কার ও স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো শাইখ সিরাজ বাংলা একাডেমি ও বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের একজন ফেলো, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির [এফবিসিসিআই] প্যানেল উপদেষ্টা।
তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- মৎস্য ম্যানুয়েল, মাটি ও মানুষের চাষবাস, ফারমার্স ফাইল, মাটির কাছে মানুষের কাছে, বাংলাদেশের কৃষি :প্রেক্ষাপট ২০০৮, কৃষি ও গণমাধ্যম, আমার স্বপ্নের কৃষি, কৃষি বাজেট কৃষকের বাজেট, সমকালীন কৃষি ও অন্যান্য প্রসঙ্গ, কৃষি ও উন্নয়নচিন্তা, বদলে যাওয়া কৃষি, করোনাকালে বহতা জীবন ইত্যাদি।
মন্তব্য করুন