কোনোভাবেই আটকানো যাচ্ছে না কঙ্গনা রানাউতের মুখের লাগাম। বলিউড তারকা থেকে শুরু করে নির্মাতা, প্রযোজক- কেউ রেহাই পাচ্ছেন না তাঁর জ্বালাময়ী মন্তব্য থেকে। এবার এই বলিউড অভিনেত্রীর রোষানলে পড়েছেন প্রযোজক ও পরিচালক মহেশ ভাট। সম্প্রতি কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। সেই স্টোরিতেই মহেশ ভাটের দিকে বিদ্রুপের তীর ছুড়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, পুরোনো এক ভিডিও ক্লিপের ছবি শেয়ার করে কঙ্গনা উল্লেখ করেছেন, মহেশ ভাটের আসল নাম মোটেই মহেশ নয়! তাঁর প্রকৃত নাম আসলাম। অন্তত আমাকে তা বলা হয়েছিল। সোনি রাজদানকে বিয়ে করার জন্য নাকি তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। কঙ্গনা আরও লিখেছেন- কী সুন্দর নামটা, তা গোপন রাখার কোনো দরকার ছিল? কঙ্গনার কথায়- ধর্মান্তরিত হওয়ার পর আসল নাম ব্যবহার করা উচিত। অন্য কোনো ধর্মের প্রতিনিধিত্ব করার প্রয়োজন নেই তাঁর।

মহেশ ভাটের প্রযোজনায় নির্মিত 'গ্যাংস্টার' ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন কঙ্গনা। এরপর এই প্রযোজকের 'ওহ লমহে' ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। কিন্তু সেই অতীত ভুলে গিয়ে মহেশকে কটাক্ষ করতেও ছাড়েননি কঙ্গনা। এমনকি শুটিং ফ্লোরে নাকি মহেশের কাছে অপমানিত হওয়ার বিষয়টিও নতুন করে আলোচনায় এনেছেন। তবে এ নিয়ে মহেশ ভাট মন্তব্য করেননি।