- বিনোদন
- জনপ্রিয়তা পাব- এমন ভাবনা নিয়ে কাজ কখনোই করিনি: নাঈম
জনপ্রিয়তা পাব- এমন ভাবনা নিয়ে কাজ কখনোই করিনি: নাঈম

অভিনেতা এফ এস নাঈম
এফ এস নাঈম। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'কারাগার'। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত এ ওয়েব সিরিজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে-
'কারাগার' নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?
অসম্ভব সাড়া পাচ্ছি। শুধু দেশে নয়, দেশের বাইরে থেকে যাঁরা এ সিরিজটি দেখছেন, প্রত্যেকের মুখেই প্রশংসা শুনছি। মিডিয়ায় আমাকে নিয়ে নানা সংবাদ হচ্ছে। দর্শক-ভক্তদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লাগছে।
কাজের শুরুতে কি ভেবেছিলেন, আপনার অভিনীত 'আশফাক' চরিত্র দিয়ে জনপ্রিয়তা পাবেন?
দেখুন, জনপ্রিয়তা পাব- এমন ভাবনা নিয়ে কাজ কখনোই করিনি। চরিত্রটি ঠিকঠাক করতে পারলাম কিনা, সেটিই সব সময় ভাবি। কাজের টিম অনেক গোছালো ছিল। তবে ভালো কিছু হতে যাচ্ছে- এটা বুঝেছিলাম। আমি সব সময়ই চেষ্টা করি চরিত্রের কাছাকাছি যাওয়ার। কতটুকু পেরেছি, দর্শকই তা ভালো বলতে পারবেন। 'আশফাক' চরিত্রটি মানুষ পছন্দ করছে। এর কৃতিত্ব আমার একার নয়। কৃতিত্বটা নির্মাতা, স্ট্ক্রিপ্ট রাইটার ও আমার সহশিল্পীদেরও দিতে চাই। শাওকীর সঙ্গে আমার প্রথম কাজ। অনেক সহজ করে কাজটা তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন। বন্ধুবৎসল একজন নির্মাতা। শিল্পীদের স্বাচ্ছন্দ্য তিনি বোঝেন। সহশিল্পী অনেকের সঙ্গে লম্বা সময় ধরে কাজ করেছি। তাই আগে থেকে বোঝাপড়া ছিল। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।
এখন টিভি নাটকে আপনাকে কম দেখা যাচ্ছে...
শিল্পীদের কাজের ক্ষেত্র বাড়িয়েছে ওটিটি। শুধু অভিনয়শিল্পীরাই নন, নির্মাতাদের অনলাইন মাধ্যমে ব্যস্ততা বেড়েছে। অনলাইন প্ল্যাটফর্মে ভালো কিছু কাজ হচ্ছে। সবাই এখানে ফোকাসড। টিভি নাটক যে একেবারে ছেড়ে দিয়েছি, তা নয়। বর্তমানে এনটিভিতে আমার একটি ধারাবাহিক প্রচার হচ্ছে। তবে ছোট পর্দার চেয়ে এখন ওটিটিতে বেশি মনোযোগী।
এ সময়ে ব্যস্ততা কী নিয়ে?
স্ট্ক্রিপ্ট পড়ছি। অক্টোবর থেকে অনলাইন প্ল্যাটফর্মের জন্য নতুন একটি কাজ শুরু করব। এ নিয়ে বিস্তারিত এখনই কিছু বলতে চাই না।
অভিনয়ে আসার আগে গান করতেন। গান নিয়ে নতুন কিছু ভাবছেন?
'একি মায়া' শিরোনামে একটি গান তৈরি আছে। সময়-সুযোগ হলে এটি প্রকাশ করব। গান নিয়ে থাকতে সব সময় মন চায়। অভিনয় ব্যস্ততায় গানে সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে।
মন্তব্য করুন