- বিনোদন
- নেটিজেনদের প্রশংসা কুড়ালেন ঐশ্বরিয়া
নেটিজেনদের প্রশংসা কুড়ালেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন
অভিনয় দিয়ে জয় করেছেন অগণিত দর্শকহৃদয়। এবার গুণী শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়ালেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্র্রতি প্রকাশ করা হয়েছে ভারতের স্বনামধন্য পরিচালক মণিরত্নমের 'পোন্নিয়াম সেলভান' ছবির ট্রেলার। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিনের বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন ঐশ্বরিয়া।
যে কারণে ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে চেন্নাইয়ে ছুটে গিয়েছিলেন নন্দিত এই অভিনেত্রী। যেখানে ছবিসংশ্নিষ্ট সবার পাশাপাশি হাজির হয়েছিলেন ভারতের খ্যাতিমান দুই অভিনেতা রজনীকান্ত ও কমল হাসান। এ আয়োজনে রজনীকান্তকে দেখা পেয়ে চুপচাপ বসে থাকতে পারেননি ঐশ্বরিয়া। ছুটে গিয়ে থালাইভাখ্যাত অভিনেতা রজনীকান্তের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন তিনি।
তাঁর প্রণাম করার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড হতেই এ অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। রজনীকান্তের সঙ্গে 'রোবট' ছবিতে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া। তখন থেকেই রজনীকান্তের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠেছে। এই অভিনেতাকে যে তিনি বরাবরই শ্রদ্ধা করে আসছেন, ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তার প্রমাণ পাওয়া গেল আরও একবার।
মন্তব্য করুন